সিরাজগঞ্জের সলঙ্গায় ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের মাধ্যমে ঘুড়কা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গত (৪ সেপ্টেম্বর) রাতে ভিকটিম রাতের খাবার শেষ করে নিজ ঘরে শুয়ে পরে, রাত অনুমান ১০ টার দিকে প্রাকৃতিক ডাকে বাইরে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামি শামীম সেখ ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক ভিকটিমের বসতবাড়ি দক্ষিণ পাশে জমির মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা আবু হাসান বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে সলঙ্গা থানার ঘুড়কা নতুন পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শামীম শেখ(২৫)কে আটক করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।