সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী উজ্জ্বল হলদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শ্রী উজ্জ্বল হলদার উল্লাপাড়া উপজেলার ধরাইল গ্রামের মৃত হরিরাম হলদারের ছেলে।
সোমবার (২৯ মে) সকাল ১০ টা দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপর ইউনিয়নের দক্ষিন কালিকাপুর গ্রামের জাল্লাল আলীর ছেলে আবু সায়েমের নিজ পুকুরে পানি সেচ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুকুর মালিক আবু সায়েম ও স্থানীয় সুত্রে জানায়, সকাল থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে পানি সেচ দিচ্ছিলেন উজ্জ্বল। সকাল দিকে মোটর দিয়ে পানি ওঠা বন্ধ হয়ে যায়। তখন মৃত উজ্জল আবার মটর চালু করতে গেলে,বিদ্যুৎ ছিলো উপরে, বিদ্যুৎতের লাইন পানির ভিতর দিতে গেলে,সর্ট সার্কিট থেকে সর্ট লেগে আহত হয়। পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত করে হাসপাতালে নেওয়ার পথে উজ্জলের মৃত হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।