সিরাজগঞ্জের সলঙ্গায় দুই সন্তানের জননী প্রবাসী বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় আবু হাসান ওরফে ইদ্রিস আলী (৪৫) নামে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে থানার শ্রীরামেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি চড়িয়াশিকার মাঠপাড়া গ্রামের আবু সাইদের ছেলে আবু হাসান ওরফে ইদ্রিস আলী।
ঘুরকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর গ্রামের লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে প্রবাসীর ভাই আমিনুর রহমান থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে অভিযুক্ত হাসান কে থানায় নিয়ে আসে। এবং ১৫১ ধারায় তাকে আদালতে প্রেরণ করেন।
ভুক্তভোগি নারী বলেন, তিনি দুই সন্তানের জননী।স্বামী দুই বছর যাবত সৌদি প্রবাসী। সলঙ্গা বাজারে জুতার দোকানে জুতা কিনতে গিয়ে পরিচয় হয় তাদের। পরিচয় থেকে দুই জনের মধ্যের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে এক বছর ধরে হাসান আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতে থাকে। মাঝে মাঝে রাতে গোপনে তাঁর বাড়িতে এসে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
তিনি আরও বলেন, অন্য দিনের মতো বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসান বাড়িতে আসে। রাত ৪ টার দিকে গ্রামের লোকজন টের পেয়ে আমাদের আটক করে ফেলেন। আরো জানান, ইতোপূর্বে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে দুই পরিবার বসে সমাধান করে দিয়েছিল।
এক প্রশ্নের জবাবে দুই জনই বলেন,এখন যা হওয়ার হয়ে গেছে মুরুব্বিগন যা করবে আমি তাতেই রাজি।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ধর্ষনের বিষয়ে কোনও অভিযোগ না করায় । শনিবার বিকেলে ১৫১ ধারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ধর্ষনের অভিযোগ এনে যদি ওই নারী অভিযোগ করেন অভিযোগ গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।