সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শলী বাজারের পূর্ব পাশে শলী কিশোর গেমস্ ক্লাবের আয়োজনে ভাই ভাই ট্রেডার্স ফুটবল একাদশ বনাম মুন্নি ফুটবল একাদশ ক্লাব অংশ নেয়।
সিরাজগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও শলী কিশোর গেমস্ ক্লাবের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম খানঁ এর উদ্যোগে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোক্তার হোসেন মল্লিকসহ অত্রক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে ভাই ভাই এন্টারপ্রাইজ একাদশ ক্লাব ১-০ গোলে মুন্নি ফুটবল একাদশ ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ৩২" টিভি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ১৯ " টিভি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।