সিরাজগঞ্জে সলঙ্গায় ফেন্সিডিলসহ রোকনুজ্জামান রোকন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। রোকনুজ্জামান রোকন(৩২) লালমনিরহাটের কালীগঞ্জ থানার লতাবর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
রবিবার (৪ মে) দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি নিশ্চিত করেছেন র্যাব-১২'র কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ জানান, রবিবার (৪মে) রাত সোয়া তিনটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার চড়িয়া কালিবাড়ি এলাকায় সমবায় পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় ১৪ শত টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।