“নতুন বই সবাই নেব-লেখাপড়ায় মন নেব” শ্লোগানে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে সলঙ্গা থানার বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে।
সোমবার সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উদ্বোধন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।
অপরদিকে,চৈত্রহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শলী বনানী উচ্চ বিদ্যালয়,দক্ষিণ কালিকাপুর দাখিল মাদ্রাসা,দক্ষিণ পুস্তিগাছা বালিকা উচ্চ বিদ্যালয়,দক্ষিণ পুস্তিগাছা সরকারি বিদ্যালয়ে বই বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
বই বিতরন কালে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরাসহ সকল শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাববকগণ।
আনন্দঘন পরিবেশে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনির সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।