সিরাজগঞ্জের সলঙ্গায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সকালে মন্দিরের চত্বরে সলঙ্গা উত্তর পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি নরেশ চন্দ্র জায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম কুমার শীল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. হোসেন মনসুর।
দিবসটি উপলক্ষে সকালে সলঙ্গা উত্তর পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে দেশ ও জাতীর মঙ্গলকামনায় এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সলঙ্গা থানা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সলঙ্গা উত্তর পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।