"সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো'র সভাপতিত্বে ও ইউপি সচিব ফরিদুল হক মিলনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরোও বলেন, উপজেলা চত্বর উন্নয়ন মেলায় উন্নয়ন চিত্র রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপী স্টলের ব্যবস্থা করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।