সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবার সামনেই ছেলে নাঈমের মৃত্যু হয়েছে। বাবাসহ আহত হয়েছে চার জন। নিহতর নাঈমের বাবা মাজহারুল ইসলাম ও বাকী ২ জনের পরিচয় পাওয়া যায় নাই।
নিহত মোহাম্মদ নাঈম (১৭) তাড়াশ উপজেলার ভাদাশ মধ্যে পাড়া গ্রামের তাড়াশ মহিলা কলেজের সহকারি প্রভাষক মাজহারুল ইসলাম এর ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিকাল বিভাগের ছাত্র। নাঈম ও তার বাবা বেলকুচি তাদের নিজ বাড়ি যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। বাবার সামনেই ঘটনাস্থলে ছেলের মৃত হয়।
শনিবার (১৯ আগষ্ট) সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, সকালে অটোরিকশা-সিএনজি মধ্যে সংঘর্ষ হয়ে এক জন মারা গেছে এবং চার জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাঈমের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।