সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটক নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের নিউ লাইন হসপিটাল এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ২৮৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।