সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ মাসুদ রানা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল রামারচর নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ১১০ গ্রাম হেরোইনসহ মাসুদ রানা (৩৮)কে আটক করে।
আটককৃত মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,মঙ্গলবার রাতে রামারচর এলাকায় রাজশাহী হতে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসে অভিযান চালিয়ে গাড়ীর হেলপার মাসুদ রানার পায়ু পথ হইতে দুটি পোটলায় ১১০গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীকে সিরাজগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।