সলঙ্গা থানার দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু ২৭ জুন শুক্রবার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ প্রগতি সংঘ এর সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে শুরু হচ্ছে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট।
আগামী (২৭ জুন) শুক্রবার থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
আয়োজক সংগঠন জানায়, স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন মজবুত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে ৮টি দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী দিনে একটি আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবে দুই শক্তিশালী দল, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ভোরের ডাক স্পোর্টস একাডেমী বনাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকান্দি ইয়ং স্টার ক্লাব। খেলা চলবে নক-আউট পদ্ধতিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার তারিখ উক্ত মাঠ থেকে ঘোষণা করা হবে।
এ খেলায় চ্যাম্পিয়ন দল টফিসহ নগদ ৬০ হাজার টাকা ও রানার্স আপ দল টফিসহ নগদ ৪০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।
দবিরগঞ্জ প্রগতি সংঘের কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, খেলার সার্বিক নিরাপত্তা, রেফারিং ও দর্শকদের বসার ব্যবস্থাসহ সকল আয়োজন আমরা চূড়ান্ত করেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।
এই আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে মনে করছেন সুধীসমাজ। সবাইকে উপস্থিত হয়ে খেলা দেখার আমন্ত্রণ রইলো।
দবিরগঞ্জ প্রগতি সংঘের সভাপতি ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম জানান, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। এই ফুটবল টুর্নামেন্ট তাদের মধ্যে নেতৃত্ব, একতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।








