নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বানে সলঙ্গা থানা শাখায় সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগকর্মী সোহেল রানা।
বুধবার দুপুরে জেলা যুবলীগের আহ্বানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তার সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা যুবলীগের নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।
সোহেল রানা সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক ও এম ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গুরুত্বপূর্ণ এই থানা যুবলীগে সোহেল রানা কে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোহেল রানা সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মৃত পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরব রয়েছে তাঁর প্রচারণায়। বেশির ভাগ নেতাকর্মীই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখার জন্য মতামত ব্যক্ত করছেন।
সলঙ্গা থানার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দলের নেতোকর্মী ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই যুবলীগ নেতা। সাধারণ মানুষ, কৃষিজীবী, পথচারীসহ সব শ্রেণির মানুষকে সাধ্যমত সাহায্য করেছেন।
বর্তমানে দলের মধ্যে তার জনপ্রিয়তাও রয়েছে। দলের কর্মীদের প্রতি তার ভালবাসা, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
এ ব্যাপারে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সোহেল রানা বলেন, তৃণমূল পর্যায় থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি। মানুষের জন্য কাজ করেছি। সরকারের দুঃসময়ের রাজপথের রাজনৈতিক সহযোদ্ধা ছিলাম।
বর্তমানে যুবলীগের রাজনীতিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দলীয় সকল কর্মসূচীতে সক্রিয়ভাবে আছি। যুবলীগকে সুসংগঠিত করতে কেন্দ্রের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি। এখন দল আমার কর্মযজ্ঞকে মূল্যায়িত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।