সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের নামে ক্লোন ফেসবুক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে৷
এ বিষয়ে আরিফুল ইসলাম তালুকদার সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ সুত্রে জানা যায়
আরিফুল ইসলাম তালুকদারের নামে ক্লোন ফেসবুক আইডি খুলে মানবতা বিরোধী মামলায় আজীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুতে শোক প্রকাশ ছাড়াও রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন যাবত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।
অভিযোগ সুত্রে আরো জানা যায় Jibon Rana নামের ফ্যাক আইডি থেকে তার নামে আজেবাজে কথাবার্তা পোষ্ট করছে। এতে দলীয় নেতাকর্মীদের মানক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতাদের অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে অপপ্রচার রোধ ও অপরাধীকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
তিনি আরো জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ বিশ্বাস রেখে আমি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমাকে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
দলের অভ্যন্তরে বিভিন্ন সময় অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচারসহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সলঙ্গা থানায় সাধারণ ডায়রি করেছি (জিডি নং-১৬০৩, তাং-২৭-০৮-২০২৩।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক- লীগ নেতার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসে অপপ্রচারের কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।