এস আর শাহ্ আলম বেড়া - সাঁথিয়া (পাবনা):
পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের দংশনে রাকিব খাঁন (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের সাঁটিয়াকোলা গ্রামে। জানা যায় , ঘটনার সময় রাকিব বাড়ির পাশে চারা বটতলা পুকুর পাড়ে বসে ছিল , এমন সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এমতাবস্থায় রাকিবের জন্য ওঝার সন্ধান করতে থাকে পরিবারের সদস্যরা। পরে রাত দশটার দিকে তাঁর অবস্থা অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন , সে ওই গ্রামের আহেদ আলি খাঁনের ছেলে, এবং কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির ছাত্র , ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।