যে ছিলো আমার ছোট্ট বেলার পথ চলার সাথী
তাকে ছাড়া এই ধরণীতে কেমনে বেঁচে থাকি।
তবুও যে বেঁচে থাকতে হয় এই ধরণীর মাঝে
তাহার সুর এখনো যে এই হৃদয়ে বাজে।
মিষ্টি মিষ্টি কথা বলে কেড়ে ছিলে আমার মন
তুমিই তো দেখিয়ে দিয়ে ছিলে আমায় সুখেরি স্বপ্ন।
স্বপ্নগুলো ভেঙ্গে তুমি করে দিলে চুরমার তাই বুজি আজও প্রাণটা করে হা-হা-কার।
পরের ঘরে চলে গেলে ভালোবাসা দিয়ে কবর
সেই জন্য এখন আর নেয়নি সে আমার খবর।
যেইখানে যাই সেই খানেতে তোমার ছায়া দেখি
তাইতো তোমায় এই মনেতে এখনো যে মনে রাখি।
তোমায় নিয়ে ছিলো আমার অনেক কিছু আশা
সেই তুমি আজ পরের ঘরে বাধলে বুকে বাসা।
মনের ঘরে দুঃখের আগুন জ্বলছে দিকিধিকি
সেই তুমি আজও পরের ঘরে সুখেই আছো ঠিকি।
লেখক:
মোঃ রফিকুল ইসলাম হৃদয়/কলমের বার্তা
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।