তাবলীগের শুরায়ে নেজামের এক সাথীর উপর সাদপন্থীদের হামলার ঘটনা ঘঠেছে। সোমবার (২৭ জানুয়ারী) সকালে ভাটরা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
আহত জামাল উদ্দিন হলেন,ভোলা জেলার সদর থানার রামদাসপুরকান্দি গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে। তিনি ভাটরা থানা এলাকায় কমিশনার রোডে খালিল এর বাসায় ভাড়া থাকতেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, শুরায়ী নেজামের জামাল নামের এক সাথী ফজরের নামাজের পরে তাবলীগের স্বাভাবিক আমল গাশত (দ্বীনের দাওয়াত) দিচ্ছিলেন। এ সময় সাদপন্থী সন্ত্রাসী জাকির খন্দকার ও তার সাথে ৩-৪ জন তাকে দেখে তার উপর আক্রমণ করে। তাকে চড়, থাপ্পর এবং লাথি ঘুসি নানাভাবে মারধর করে। পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য ভাটরা থানাধীন মাদানি হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে ভাটরা থানায় একটি সাধারণ ডায়েরি করা
হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।