সাভারে বিকেএসপিতে প্রাক্তন ফুটবল ক্যাডেটদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বিকেএসপি মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন । এ সময় একটি আনন্দ শোভা যাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে হল রুমে এসে আলোচনা অনুষ্ঠিত হয় । মসজিদে জুম্মা নামাজের পর কোচ ও ক্যাডেটদের আত্বার শান্তি ও মাগফেরাৎ কামনা করে দোয়া বরা হয় । দিন ভর ছিল স্মৃতিচারন সহ নানা আয়োজন । বিকেলে সদ্য প্রয়াত বিকেএসপি সাবেক কোচ মোহাম্মদ মনসুর আহমেদ দিপু এ শরণে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। খেলা শেষে সাবেক ফুটবলার মোহাম্মদ জসিম উদ্দিনকে সভাপতি, সাইফুর রহমান মনিকে সাধারণ সম্পাদক ও আকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ফুটবলার্স এসোসিয়েশন ও বিকেএসপি ফ্যাব গঠন করা হয়। সাবেক খেলোয়াড় জাহিদুর রহমান কাকন ও মোহাম্মদ বখতিয়ার পূর্ণমিলনী উৎসব এর সার্বিক সহযোগিতা বিশেষ ভূমিকা রাখেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।