সামান্য বৃষ্টিতে জলমগ্ন উল্লাপাড়া বাজার-ব্যবসায়ী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি
উল্লাপাড়া প্রতিনিধি :.টানা বৃষ্টির কারণে উল্লাপাড়া পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা-উল্লাপাড়া বাজারে সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই বাজারের প্রধান সড়কসহ আশপাশের অলি-গলিতে হাঁটু পানি জমে থাকে। দৃশ্যত, কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজার এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে, যা জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
সরজমিনে দেখা যায় , বাজারের দুই পাশে সারি সারি ফল, সবজি, মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান। কিন্তু এই দোকানগুলোর সামনে ও ভিতরে এখন থৈ থৈ পানি। বিক্রেতারা পণ্য বাঁচাতে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন, কেউবা উঁচু করে তুলে রেখেছেন তাদের পণ্যের বাক্স। ছবিতে দেখা যাচ্ছে, অনেক রিকশা এবং পথচারী পানিতে হাঁটছে, কেউ পলিথিন কিংবা ছাতা দিয়ে নিজেকে রক্ষা করছে। রাস্তার মাঝখানে কোনো ড্রেন বা পানিনিষ্কাশনের খাত দেখা যায় না, বরং বৃষ্টির পানি জমে গিয়ে বাজার এলাকাকে একটি কৃত্রিম খালের রূপ দিয়েছে।
বাজারের এক ফল বিক্রেতা বলেন,আমরা প্রতিদিন ভোরে দোকান খুলে বসি। কিন্তু এখন বৃষ্টির দিনে ক্রেতা তো দূরের কথা, আমরা নিজেরাই দোকানে আসতে পারি না। এই পানিতে পচে যাচ্ছে পচনশীল জিনিস। আমাদের লোকসান গুনতে হচ্ছে প্রতিদিন।
আরেক কাপড়ের দোকানদার জানান,বছরের পর বছর ধরে আমরা পৌরসভাকে বলছি, যেন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পাইনি। বর্ষা আসলেই আমাদের দুর্ভোগ শুরু হয়।
শুধু ব্যবসায়ী নয়, বাজারে আসা সাধারণ মানুষও জলাবদ্ধতার কারণে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। কেউ পা পিছলে পড়ে যাচ্ছেন, কেউবা পচা পানির সংস্পর্শে এসে চর্মরোগের শিকার হচ্ছেন। স্কুলগামী ছাত্রছাত্রীরা ভিজে জামা-কাপড় নিয়ে বাড়ি ফিরছে, কেউ কেউ বাধ্য হয়ে বাজার এলাকা এড়িয়ে চলছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ড্রেনেজ নিয়মিত পরিষ্কার না হওয়ায় পানি নিষ্কাশন অসম্ভব হয়ে পড়েছে। অধিকাংশ ড্রেনের মুখ বন্ধ কিংবা সংকুচিত, ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দীর্ঘ সময়।
পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে যদিও মাঝে মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়, তবে তা যথেষ্ট নয় এবং সেটিও নিয়মিত হয় না বলে অভিযোগ রয়েছে।
উল্লাপাড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের দাবি:
1. পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ
2. বাজারের সড়ক ও ড্রেন নিয়মিত পরিষ্কারের উদ্যোগ
3. জলাবদ্ধ এলাকাগুলোর জরুরি ভিত্তিতে সংস্কার ও পুনঃনির্মাণ
4. বর্ষা মৌসুমে বিকল্প পথ ও প্লাস্টিক ওয়াকওয়ে স্থাপন
উল্লাপাড়া বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন কেনাকাটা করতে। অথচ অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে পুরো বাজার এলাকার পরিবেশ এখন জনস্বাস্থ্য ও অর্থনৈতিক জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উচিত, অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা।
K/B.Ullapara








