প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ২:৩০ অপরাহ্ণ
সারা দেশে ১৩টি শ্রম আদালত চালু
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/Screenshot_8-2.jpg)
দেশের প্রান্তিক শ্রমিকদের কাছে শ্রম আইনের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশে ১৩টি শ্রম আদালত প্রতিষ্ঠিত হয়েছে। আর শিল্প শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরিত করে জনবল ৩১৪ থেকে ৯৯৩ জনে উন্নীত করেছে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদীয় কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক ও ফখরুল ইমাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবদান রাখার সুপারিশ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.