নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রিমা (০৪), সে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের রিপন ফকিরের মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের খালে নিখোঁজ হয় রিমা। অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পানিতে রিমার লাশ ভাসতে দেখেন তারা।
অপরদিকে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আয়েশা বেগম (২৩)। সে উপজেলার ছোট চৌগ্রামের মোঃ আকরাম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়েশা বেগম নিজ বাড়িতে সবার অজান্তে বিষ পান করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
ওসি আরও বলেন, বিষপানে মৃত্যৃর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কি কারণে বিষ পান করেছে জানতে চাইলে বলেন, তদন্ত চলছে, পরে বিস্তারিত জানাতে পারবো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।