নাটোরের সিংড়ায় ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভার্চুয়ালে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
শনিবার (২ জুলাই) সকাল ১০টায় চলনবিল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা আ’লীগ নেতা মাওলানা রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, সিংড়া উপজেলায় ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।