নাটোরের সিংড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আঃ রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর জামাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ রহমান সোনাপুর গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৩টার দিকে মাটিবাহী ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আঃ রহমান। এসময় ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান স্বপন মোল্লা।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চালককে আটক , দুটি ট্রাক্টর ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।