নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে তাঁরকাটায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। এসময় অসাবধানতাবশত তাঁরে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকে কালাম হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।