নাটোরের সিংড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ জুন) বেলা ১১ টায় পৌর কনফারেন্স হলরুমে পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ৩৮ কোটি ৯৬ লক্ষ ১৪ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর নির্বহী কর্মকর্তা মো. আব্দুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট শেখ ওহিদুর রহমান, প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, কাউন্সিলর জালাল উদ্দিন, তরিকুল ইসলাম তপন, মেহেদি হাসান মিলন, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন বাবু, সোহাগ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সহ সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।