সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউজন)।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সলঙ্গায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৪ বছর।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টায় মরহুমের গ্রামের বাড়ি সলঙ্গার আঙ্গারু ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে সেখানকার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। জনপ্রিয় এই জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রো-ভিপি ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।