শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কলমের বার্তা / ৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, শিক্ষকদের বৈষম্য নিরসন ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে আদর্শ শিক্ষক পরিষদ সলঙ্গা থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাও. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক পরিষদের সলঙ্গা থানা শাখার উপদেষ্টা রাশেদুল ইসলাম শহীদ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা “শিক্ষক ঐক্যই শিক্ষার ভিত্তি” শ্লোগান দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের শিক্ষা উন্নয়ন ব্যাহত হবে। তারা শিক্ষক সমাজের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার ওপর জোর দেন। শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর