সিরাজগঞ্জের সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) দুপুরে সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি হল রুমে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সি”র সঞ্চালনায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন হক রঞ্জু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান হাবিব উজ্জল,যুগ্ম আহ্বায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা,সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরোন,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবুল মিয়া প্রমুখ। প্রস্তুতি সভায় সলঙ্গা থানাসহ ৬টি ইউনিয়নের নেতাকর্মী অংশগ্রহণ করেন।








