সিরাজগঞ্জের সলঙ্গায় দুই কেজি ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিনপুস্তিগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত আবু বক্কারের ছেলে আব্দুল কুদ্দুস (৫২) ও মৃত ছোরমান আলীর ছেলে রতন (৪০)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী মঙ্গলবার দুপুর ১২টার দিকে জানান,মাদক কারবারিরা পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে সলঙ্গা থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে দুই কেজি ১০গ্রাম গাঁজাসহ কুদ্দুস ও রতনকে আটক করা হয়। এব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।