প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩১ মে) বেলা ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল সলঙ্গা ডিগ্রি কলেজ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সলঙ্গা ফল হাটায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু।
সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বুলবুল হাসান লিটন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার,সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি টুটুল আহমেদ রুহুল , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব,কৃষি বিষয়ক উপ সম্পাদক মেহেদী হাসান সজীব,উপ ধর্ম বিষয়ক সম্পাদক হিমেল পোদ্দার ,উপ আইন বিষয়ক সম্পাদক রিপন সরকার লিমন, সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান ,সাধারণ সম্পাদক রতন হাসান ,নলকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সৌরভ তালুকদার প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।