সিরাজগঞ্জের সলঙ্গায় ফিসভ্যালি সুপার শপ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সলঙ্গা বাজার মৌলভী এনসাফ আলী মার্কেটে ফিসভ্যালি সুপার শপের উদ্যোক্তা ফারুক হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানব মুক্তি সংস্থার পরিচালক আশরাফুল জামান খান সেলিম,মানব মুক্তি সংস্থার এডমিন ম্যানেজার মোতাহার আলী,অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখার প্রিন্সিপাল অফিসার ইউসুফ আলী,সলঙ্গা কলেজে শিক্ষক কাঞ্চন সরকার,মার্কেট মালিক অধ্যাপক মাহফুজুর হোসেন প্রমূখ। ফিসভ্যালি সুপার শপের উদ্যোক্তা ফারুক হোসেন বলেন,"রেডি টু কুক" মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ প্রদর্শনী ফিসভ্যালি সুপার শপ থেকে দেশীয় জাতীয় মাছ ও মাংস রেডি করে বিভিন্ন স্থানে বাজারজাতকরণ করা হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানব মুক্তি সংস্থার আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আশিক আল ফয়সাল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।