সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ জুল হাসান (২৩) নামে মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
রবিবার (২২মে) ৩ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বরে এলাকায় অভিযান পরিচালনা করিয়া শাহ্ ফতেহ আলী বাস থেকে রংপুর জেলার মিঠাপুকুর থানার সংগ্রামপুর মন্ডলপাড়া গ্রামের হাবিবুর রহমান (হবিবর) এর ছেলে জুল হাসানকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।