সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় নেভী খাতুন (৭) নামে একজন শিশু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ৬ টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় রাস্তা পাড়াপারের সময় এ ঘটনা ঘটে । দূর্ঘনাকবলিত বাস জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত নেভী খাতুন সলঙ্গা থানার দওকুশা বুড়ির বাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়াগামী এস,এস বাসটি থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় পৌছিলে নেভি খাতুন পরিবারের লোক জনের সাথে রাস্তা পার হচ্ছিল এসময় দ্রুতগামী বাসটি নেভী খাতুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির জানান,নিহত নেভী খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।