সিরাজগঞ্জের সলঙ্গায় থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ফুট ভিলেজ হোটেলের সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। আটকরা হলেন-খোকন মিয়া (৩৫), পারভেজ মোশারফ বাকী (২২)।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর আভিযানিক দল ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বি-বাড়িয়া জেলার কসবা থানার মন্দভাগ নোয়াপাড়া গ্রামের আঃ হামিদ মিয়া ছেলে খোকন মিয়া (৩৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ মোশারফ বাকী (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৪ শত ৫০ টাকা জব্দ করা হয়েছে।
আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জেসহ আশপাশের এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।