সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের পাশে ২টি দোকানে আগুনে পুড়ে গেছে।
সোমবার দিবাগত রাত ২ টার দিকে ঘটনাটি ঘটে। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিষদের পাশে তারেক ভ্যারাইটি স্টোরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় প্রায় ২ ঘন্টা ব্যাপী গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এর মধ্যেই সকল মালামাল পুড়ে যায়।
দোকান মালিক রেজাউল করিম বলেন,আমার দোকানের ৪/৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর ওপরেই আমার সংসার চলত। সব হারিয়ে এখন আমি এখন নিঃস্ব।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন,আগুন লাগার পর পরিষদে থাকা চৌকিদার আমাকে ফোন করে,ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে,দাঁড়িয়ে থাকা এলাকাবাসী কে আগুন নিভানোর জন্য আহবান করি। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।