সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ রাজু (৩০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) ভোর রাতে হাটিকুমরুল গোলচত্ত্বরে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সামনে যাত্রীবাহী আহাদ এন্টার প্রাইজে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত শামছুল ড্রাইভারের ছেলে রাজু (৩০)কে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।