শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে হাইদ ফিস ফিডের শুভ উদ্বোধন

কলমের বার্তা / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মেসার্স করিম মন্ডল এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স আরোবি এগ্রো ফার্ম-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সলঙ্গা বাজারে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিস ফিডের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স করিম মন্ডল এন্টারপ্রাইজ ও মেসার্স আরোবি এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল করিম মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মের প্রোপাইটর শাহরিয়ার হোসেন আলমগীর বলেন,“বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উন্নতমানের ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই। ‘হাইদ ফিড’ তার গুণগত মান, সঠিক পুষ্টিগুণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রস্তুত প্রণালীর মাধ্যমে দেশের মাছ চাষে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, “সঠিক পরামর্শ ও মানসম্মত খাদ্য ব্যবহারের মাধ্যমে চাষীরা উৎপাদন বাড়াতে ও অধিক লাভবান হতে পারবেন। মেসার্স আরোবি এগ্রো ফার্ম স্থানীয় মাছচাষীদের পাশে থেকে প্রশিক্ষণ, পরামর্শ ও মানসম্মত ফিড সরবরাহ করবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রতিষ্ঠানের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গার ছয়টি ইউনিয়নসহ আশপাশের এলাকায় টেকসই ও লাভজনক মৎস্যখাত গড়ে উঠবে।

এসময় হাইদ ফিস ফিডের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজার এস. এম. আল-আমীন হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আতাউর রহমান খানসহ স্থানীয় মাছচাষী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর