সিরাজগঞ্জের সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫৫) মারা গেছে।
রবিবার (২৬ জুন) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তির গায়ের রঙ শ্যামলা।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশিদ মৃধা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হারুনর রশিদ জানান, সকালে সয়দাবাদ এলাকায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
ধারণা করা হচ্ছে, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছেন তিনি। তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।