বৈদেশিক কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী ব্যক্তিদের অধিকতর কল্যাণ ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে এবং "থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ এ শ্লোগান নিয়ে
সিরাজগঞ্জে অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস সিরাজগঞ্জের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব উন্নয়ন সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারি কমিশনার (ভূমি) এস. এম.রাকিবুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জের ম্যানেজার মোঃ ছানাউল্লাহ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ প্রমুখ ।
এতে সভাপতিত্ব করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারি পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক, এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্ব শ্রমবাজারে চাহিদার ভিত্তিতে কর্মদক্ষ জনশক্তি সৃষ্টি করা, বিভিন্ন দেশের ভাষাজ্ঞান অর্জন করা, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা, অভিবাসী কর্মীদের সর্বোত্তম সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা সহ নানামুখী পরিচালনার জন্য জেলা পর্যায়ে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। আলোচকেরা মানবপাচার ও ভূয়া রিক্রুটিং এজেন্সির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বিদেশ গমনেচ্ছুকদের সচেতন হওয়ার আহবান করেন৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।