সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ইকোনমিক জোন প্রকল্পের ক্রসবার-৩ ও ক্রসবার-৪ সংযোগকারী তিন কিলোমিটার যমুনানদী তীর সংরক্ষণ বাঁধের ঢালে বৃক্ষ রোপন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি'র শুভ উদ্বোধন করেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার । তিনি বলেন, এ বছরের বৃক্ষ রোপন কর্মসূচি আওতায় যমুনা নদীর তীরে, বাঁধের পাশে এবং বিভিন্ন হাজারো বৃক্ষ রোপন করা হবে।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামসহ উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার, যোবায়ের হোসেন মোঃ মিল্টন হোসেন, মোঃ জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমাজসেবক হাজী আব্দুস সাত্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।