সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এতে উপজেলার মোট ৯২ জন কৃষকে রাসায়নিক সার ২২ হাজার ৩'শত ৯০ কেজি এবং বালাই নাশক ৮'শত ২০ কেজি বিতরণ করা হয়।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের
আয়োজনে- -সোমবার (২০ নভেম্বর) সকাল হতে দিনব্যাপী উপজেলা কৃষি অফিস সামনে থেকে উক্ত উপকরণ বিতরণ করেন- উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, মোঃ শাহাবুদ্দিন আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন সহ সুবিধা ভোগী ৯২ জন কৃষক -কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত অক্টোবর-২০২৩ খ্রীঃ বারি সরিষা -১৪, বারি সরিষা -১৮, বিনা সরিষা-১৮ বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।