সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে জেলার ১৪ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে এককালীন জন প্রতি ২৪ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ৯টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এসময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ মাসুদ রানা।
এসময়ে অনুষ্ঠানে সুবিধা ভোগী ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।