সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করার অপরাধে ২ বিক্রেতাকে ১০'হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার মিরপুর ওয়াপদা ও সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। গরুর চর্বিকে মাথার মাংস হিসেবে দেখাতে এক ধরনের কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলো কসাইরা।
সিরাজগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়।
এসময় ওই দোকান ২টিতে রঙের বোতল ও রঙ মেশানো মাংস পাওয়া যায়।
এ ঘটনায় মিরপুর ওয়াবদা বাজারের জুলমত আলী ও কড্ডার মোড়ের রেজাউল করিম নামের দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০'হাজার টাকা জরিমানা করা হয়।, বিক্রেতারা মাংসে রঙ মেশানোর কথা স্বীকার করেন। এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন ও গাভীর মাংস ষাঁড় বলে বিক্রয় করছে কিনা সে গুলো তদারকি করা হয়।
এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।