সিরাজগঞ্জ প্রতিনিধি: ”প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উন্নয়ন সংস্থা মানব মুক্তি এর রেইজ প্রকল্পের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে মানব মুক্তি সংস্থার সয়দাবাদ কার্যালয় থেকে স্থানীয় যুবক ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এক বন্যাটা শোভাযাত্রা বের হয়।
র্যালীটি এনায়েতপুর- সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রেইজ প্রকল্পের সমন্বয়কারী অরুন কীর্ত্তনীয়া, সংস্থার সিরাজগঞ্জ সদরের ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, সয়দাবাদ কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ আব্দুল ওহাব যবুদের বিকাশ ও উন্নয়ণের মাধ্যমে আগামী বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যয়ে বিভিন্ন বক্তাগণ উৎসাহ ও উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।