"Dissemination of New Curriculum scheme " এর আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ মার্চ সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) মোঃ নুরুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
উক্ত দিনব্যাপী প্রশিক্ষণে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও চৌহালী উপজেলার ২' শত ২২ জন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপ্রধানগণ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন এবং প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ টিচার্স কলেজের ৩ জন প্রশিক্ষক এবং সিরাজগঞ্জের ৩ জন একাডেমিক সুপারভাইজার দায়িত্ব পালন করেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।