প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ার তারাও সমান অংশীদার’-এ প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজন -
শনিবার (৩০ ডিসেম্বর -২০২৩) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে হতে জাতীয় প্রবাসী দিবসের শুরুতে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন, বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন এবং প্রবাস মেলার উদ্বোধন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
সকাল ১১টায় শহরের বিজয় সৌধে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবীর।
স্বাগত বক্তব্যে রাখেন - সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( প্রবাসী কল্যাণ শাখা) অমৃতা শারলীন রাজ্জাক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।
বেলা ১২ টায় শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং রেমিট্যান্স প্রেরণকারী ৩ জন প্রবাসীর সম্মাননা এবং সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ব্যাংক গুলো মধ্যে -ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি।
জাতীয় প্রবাসীমেলায় - প্রবাসী কল্যাণ ডেস্ক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ব্র্যাক,
আরডি আরএস বাংলাদেশ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, টিটিসি সিরাজগঞ্জ সদর, টিটিসি কামারখন্দ, সমাজসেবা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, পাসপোর্ট অফিস, বিসিক জেলা কার্যালয় সিরাজগঞ্জ -মোট ১২ টি স্টল অংশ গ্রহন করে।
এসময়ে -জাতীয় প্রবাসী দিবস ২০২৩ এর র্যালী ও আলোচনা সভায় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন- ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর-হামিদা আহসান, সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশীদ , সিরাজগঞ্জ টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আখলাকুর রহমান উজ্জ্বল বক্তব্যে রাখেন এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এ দিবস ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।