"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু'র বাংলাদেশ" জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর ৭ম দিনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এসময়ে জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সকল কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর ৭ দিন ব্যাপি প্রতিটি প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে কিভাবে আরও সুন্দরভাবে জাতীয় মৎস্য সপ্তাহের প্রোগ্রাম সম্পন্ন করা যায়, সে সংক্রান্ত বিষয়ে বিষদ আলোচনান্তে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সমাপনী ঘোষণা করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।