জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের এক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। এতে
বীরমুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন এবং ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
সোমবার (২৯ আগষ্ট) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ, মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস খাতুন, ফারাজ আইজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রদীপ সাহা প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানটি গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক মুনজুরুল আলম রুবেল এর সার্বিক ব্যবস্থাপনায়, এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে লেখা বই "আমাদের জাতির পিতা " এই চিঠি বঙ্গবন্ধুর লেখা " আরো বই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বিপথগামী ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।