আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই- গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়নে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ইনোভেশন শো কেসিং আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন,
বৃহস্পতিবার (২৮ মার্চ ) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় প্রাঙ্গনে এই ইনোভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই প্রথম সিরাজগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাঠ প্রাঙ্গনে ইনোভেশন কার্যক্রম সমাপ্ত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ ইসমাইল হোসেন, কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ্ আলম, বেলকুচি উপজেলার সহকারি শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আক্কাস আলী, সেইভ দ্যা কান্টির পরিচালক মোঃ খলিলুজ্জামান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মাহফুজা খাতুন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মমিনুজ্জামান।
অনুষ্ঠানটির প্রোগ্রাম মেন্টর সিরাজগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিশেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।