সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)এর সাথে জেলা অটো টেম্পু, অটো রিক্সা এবং সি এন জি মালিক সমিতির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা প্রদান করার পর এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ঘন্টাব্যাপী পুলিশ সুপারের সাথে অটোটেম্পু, অটোরিকশা এবং সিএনজি মালিক সমিতি সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জ্বল অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দদের সাথে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা মূলক মতবিনিময় করা হয়। বাস-ট্রাক, অটোরিকশা, অটোটেম্পু, সিএনজি নিদিষ্ট স্থানে অবস্থান করবে। বিশেষ করে বাজার স্টেশনে কোন যানবাহন বা গাড়ী যত্রতত্র ভাবে রাখা যাবে না, সকল গাড়ী নিয়ম কানুন বা ট্রাফিক আইন মেনে চলবে। পকেট রোড দিয়ে কোন বড় যানবাহন চলাচল করবে না। আর মাদকের বিরুদ্ধে অবস্থান করে মাদক নির্মূলে বা বন্ধের অভিযানে সকলের সহযোগিতা করতে হবে বলে জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।